ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে পকেট কমিটি গঠনের প্রতিবাদে আলোচনা সভা 

ব্রাহ্মণবাড়িয়া, 5 February 2025, 34 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ব্যবসায়িক কমিটিকে “পকেট কমিটি ’’ বলে আখ্যায়িত করেনছেন আনন্দ বাজার অধীনস্থ পরিচালনা কমিটির সভাপতি মো: নুরুল ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের আনন্দবাজারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, আনন্দবাজার ব্যবসায়িক কমিটির সদস্য ছাড়া ও বাজারের  ব্যাবসায়ীরা। এ সময় তারা হঠাৎ করে বাজারে একটি কমিটি থাকার পর ও পকেট কমিটি হঠাৎ করে গড়ে উঠার তীব্র নিন্দা জানান। এ সময় তারা পকেট কমিটিকে অবৈধ কমিটি হিসাবে ঘোষণা করে এর তীব্র নিন্দা করেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন ,আমাদের ব্যবসায়িক কমিটিতে প্রধান উপদেষ্টা হলেন  তাজ মোঃ ইয়াছিন মিয়া। এছাড়া ও সভাপতি  মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু কালাম, সহ-সভাপতি মো: হোসেন মিয়া, সহ-সভাপতি মোঃ শামীম মিয়া, সহ-সভাপতি হাজী আবু বক্কর মিয়া সহ-সভাপতি মোঃ গোলাপ মিয়া। সাধারন সম্পাদক জয়নাল মিয়া, সহ-সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ শাহনুর ইসলাম, সহ-সাধারন সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাধারন সম্পাদক মোঃ সুজন মিয়া,কোষাধ্যাক্ষ মনির হোসেন, সহ-কোষাধ্যাক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মো: হেবজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: শফিক মিয়া, প্রমূখ।
উল্লেখ্য, হঠাৎ করেই বাজারের কাউকে না জানিয়ে এমন একটি  পকেট কমিটি করার তীব্র নিন্দা জানান  বক্তারা। এজন্য বক্তারা মোঃ ছফিউল্লাহকে উন্মাদ ও পাগল বলে আখ্যায়িত করেন এবং এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানান। এর জন্য ছফিউল্লাহ কে জবাদিহি করে কারন দর্শানোর দাবী জানানো হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, আনন্দ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে এমন কাজ খুবই অনাকাক্সখিত।

Hello world!

13 January 2025, 11249 বার পড়া হয়েছে,