নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আশুগঞ্জ গোল চত্ত্বর এলাকায় বাবুল মিয়া নামের এক ব্যক্তি একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন৷ পরে বিকালেই চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মারা যায়৷ বৃদ্ধের পরিচয় শনাক্ত হয়নি বলে বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবে।