রুবেল মিয়া,সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ২০২৫ সফল করার লক্ষ্যে সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন সম্মেলনস্থলে।
শনিবার পহেলা ফেব্রুয়ারি দুপুরে সরাইল উপজেলা থেকে নেতাকর্মীদের একটি বিশাল বহর নিয়ে আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে যোগ দেন তিনি।
এ সময় জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ ও সমর্থকরা সম্মেলনে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন গণমাধ্যমকে বলেন-দেশনায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হলে সকল কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন কয়েকদিন মধ্যের দ্বিতীয় অধিবেশ অনুষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন তা চূড়ান্ত বলে গণ্য হবে। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।