বিশেষ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

অপরাধ, 4 December 2025, 23 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে, ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখত।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম ও শরিফ জানায় শহিদুল ইসলাম নামে একজনের সঙ্গে তারা কাজ করে। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখে। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কৌশলে শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Hello world!

13 January 2025, 75939 বার পড়া হয়েছে,