পরকীয়ার ঘটনা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা

সারাদেশ, 1 October 2025, 38 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

পাবনা পৌর এলাকার সাধুপাড়া মহল্লায় পরকীয়ার ঘটনা দেখে ফেলায় আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নাঈম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুভেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।

নিহত আকাশ পাবনা পৌর এলাকার পলিথিন মোড়ের সোহেল মিয়ার ছেলে। বুধবার ভোর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সাধুপাড়া পলিথিন মোড় এলাকার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক চলছিল। এ ঘটনা আকাশ ও নাঈম দেখে ফেলেন। বুধবার ভোররাত দেড়টা থেকে দুইটার দিকে মিল্লাত ও তার বন্ধু সুভেল আকাশ ও নাঈমকে ডেকে নির্জনে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা দুজন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে আকাশ ও নাঈমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নাঈম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, পরকীয়ার ঘটনার জেরেই আকাশকে হত্যা করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Hello world!

13 January 2025, 66563 বার পড়া হয়েছে,