ক্রইম সন্ধান ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে মাদকের টাকার জন্য পাষণ্ড স্বামী কামাল হোসেন (৪০) অনৈতিক কাজে কিশোরী স্ত্রী রিয়া মনিকে (১৬) অন্য পুরুষের হাতে তুলে দেন, ওই নারী রাজি না হওয়ায় দেওয়া হয় তাকে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরী শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার কিশোরী লিখিত অভিযোগে জানান, ২৩ সেপ্টেম্বর গভীর রাতে তার মাদকাসক্ত স্বামী চারজন পুরুষকে নিয়ে ঘরে ঢোকেন। এ সময় ঘরে চারজন অচেনা পুরুষ রেখে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। তখন ওই নারী চিৎকার করলে দরজা খুলে তার স্বামী ঘরে ঢুকে নির্যাতন চালান। এরপর সাফ জানিয়ে দেন, মাদক সেবনের জন্য তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এ জন্য ওই ব্যক্তিদের সঙ্গে তাকে অনৈতিক কাজ করতে হবে। কিন্তু ওই নারী তাতে রাজি না হওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। ঘটনার পর থেকে ওই কিশোরীর স্বামী পলাতক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক, তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।