Hello world!
13 January 2025,
66631 বার পড়া হয়েছে,
ক্রইম সন্ধান ডেস্ক
চিকিৎসা নিতে আসা এক রোগীকে লা/থি মেরে আহত ও তার স্বজনদের অকথ্য ভাষায় গালি/গালাজ করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক কর্তব্যরত চিকিৎসকের বিরু/দ্ধে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মা/মলার এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকও।