** বিজয়নগরে ওয়ারেন্টের আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ ৬ পুলিশ আহত **

ব্রাহ্মণবাড়িয়া, 1 September 2025, 83 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে গ্রেফতারের পর পরোয়ানাভুক্ত এক আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার চালিয়েছে আসামীর স্বজনরা। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত উপ-পরিদর্শক (এএসআই) শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামী। গতকাল রবিবার রাত ১২টায় বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এ এস আই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেফতার করে আসার সময় পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এএসআই শেখ সাদি গুরুতর আহত হন। আহত সাদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মিজানুর রহমান এর নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে অভিযান চালালে তার অনুসারিরা পুলিশের উপর হামলা চালায়। তবে আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

Hello world!

13 January 2025, 66274 বার পড়া হয়েছে,