কাঁচা বাজার এবং বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান ২৭ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 26 August 2025, 78 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার কাউতলি বাজারে এক অভিযান পরিচালনা করে ভোক্তাদের স্বার্থ বিরোধী বিভিন্ন অনিয়মের ভিত্তিতে  প্রিন্স বেকারী ও তিনটি সব্জির দোকানকে মোট ২৭,০০০ (সাতাইশ হাজার) টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  ইফতেখারুল আলম রিজভী।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করতে গিয়ে দেখতে পান, প্রিন্স বেকারী এন্ড পেস্ট্রিসপে  খবরের কাগজে কেক প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে বিক্রি করা হচ্ছে  বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ এনার্জি ড্রিংস রেডবুল এমনকি  প্রতিষ্ঠানটির তৈরীকৃত মিষ্টিতে উৎপাদন মেয়াদ না পাওয়ায় এবং তাদের বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রির অভিযোগ পাওয়ায় প্রিন্স বেকারী এন্ড পেস্ট্রিসপ কে ভোক্তা অধিকার ২০,০০০ টাকা জরিমানা করে পাশাপাশি কাউতলি সব্জির বাজারে সব্জির দোকানে মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষন করে না রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে (৭,০০০) টাকা জরিমানা করে। এসময় অভিযানে তাকে জেলা কৃষি বিপণন অফিস সহযোগীতা করে। এ ব্যাপারে ইফতেখারুল আলম রিজভী জানান, প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে ভোক্তাদের অধিকার বিষয়ে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতের সরকারি সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Hello world!

13 January 2025, 66586 বার পড়া হয়েছে,