নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে (ভাবিকে) ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের মধ্যপাড়ার ওহিদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর স্বামীর অনুপস্থিতিতে দেবর জাহাঙ্গীর গৃহবধূকে জোরপূর্বকভাবে ধর্ষণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম ভাবী (২০) সন্ধ্যার পর রান্না ঘর থেকে বের হয়ে ভাতের মাড় ফেলতে গেলে সুযোগ বুঝে জাহাঙ্গীর তার রুমে নিয়ে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেন। তারপর ভাবীকে মারধোর করেন। এসব বিষয় নিয়ে বড়ভাই প্রতিবাদ করলে জাহাঙ্গীর তাকেও মারধোর করেন। পরে স্থানীয়রা ভিকটিম ভাবীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
ভিকটিমের স্বামী বলেন, গত বছরের আগস্ট মাসে দেশে আসছি। আমার ছোটভাই বখাটে জাহাঙ্গীর ঢাকায় সেলুনের কাজ করতো। আজকে ঘটনার পর আমি প্রতিবাদ করলে আমাকেও মারধোর করেন। আমার ধর্ষণের শিকার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছি।
এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, হাসপাতাল সূত্র জেনেছি এক গৃহবধূ ধর্ষনের শিকার হয়েছে। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নিবো।