‘তাকবীর’ এর উদ্যোগে মাদক ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2025, 30 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামাজিক সংগঠন ‘তাকবীর’ এর উদ্যোগে মাদক ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর বিডিআর ক্যাম্প সংলগ্ন ঈদগাহে আরব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, জসিম উদ্দিন মাস্টার, হাসান মেম্বার, আবারও মতিন মেম্বার, তানভীর ইসলাম শাহিন, ওবায়দুল হক সুহেল, মাওলানা শরীফ আহমেদ সরকার, সাইদুর রহমান হৃদয়, আবদুল বাতেন, আলামিন ভূইয়া, আক্তার হোসেন মেম্বার, কসবা থানা উপ-পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন।

প্রধান অতিথি আবদুল কাদের বলেন; মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাজপতিসহ সকলকে আন্তরিকতার সহিত এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গিকারাবদ্ধ। আসুন সকল শ্রেণি-পেশার মানুষ হাতে হাত মিলিয়ে এর প্রতিরোধ করি। বিশেষ অতিথি কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, একজন মাদকসেবী শুধু একটি পরিবারের জন্যই নয়, পুরো সমাজ ও দেশের জন্য অভিশাপ। একটি পরিবার ধ্বংস করার জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। আমাদের দেশে প্রায় ৭০ লক্ষ মাদকসেবী আছে এবং প্রায় সাড়ে তিন লক্ষ মাদক ব্যবসায়ী রয়েছে। প্রতি বছর প্রায় ৬০ হাজার কোটি টাকার মাদকের লেনদেন হয়। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা পাচার হয়। শুধুমাত্র মাদক ব্যবসার এক বছরের টাকা দিয়ে দু’টি পদ্মা সেতু তৈরি করা যায়। তাই এটিকে বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সংখ্যায় কম হলেও এরা অনেক শক্তিশালী। মাদক হচ্ছে অপরাধের উৎস। যারা মাদক সেবন করে তারা যেকোনো অপরাধ করতে পারে।

অনুষ্ঠান শেষে সামাজিক সংগঠন তাকবীরের পক্ষ থেকে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফজলে রাব্বি তারেক।

Hello world!

13 January 2025, 11063 বার পড়া হয়েছে,