যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

ব্রাহ্মণবাড়িয়া, 17 May 2025, 4 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতাকে পালিয়ে যেতে সহযোগিতা করায় এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলাটি করা হয়।

আসামির নাম মিজানুর রহমান। তিনি উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধন্তী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াকে আটক করতে স্থানীয় বাসস্ট্যান্ডের ইউনুস মিয়ার দোকানে ১৫ মে রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় যুবদল নেতা মিজানুর রহমান কৌশলে সোহাগ মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন।

ভিডিওতে দেখা যায়, ওই দোকানের ভেতরে পুলিশ সদস্যদের যেতে দিচ্ছেন না মিজানুর রহমান। এসময় ভেতর থেকে সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যান।

তবে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মোবাইলের সিমকার্ড তোলার জন্য একটি দোকানে যাই। এসময় পুলিশ এসে আমার নাম জানতে চায়। এনিয়ে তাদের সঙ্গে আমার তর্ক হয়। দোকান থেকে কেউ তখন চলে গেছে কি না আমি দেখিনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিজানুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেছেন এসআই সুমন চন্দ্র দাস। আসামিদের ধরতে অভিযান চলছে।

Hello world!

13 January 2025, 16415 বার পড়া হয়েছে,