ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজনীতি, 11 May 2025, 42 বার পড়া হয়েছে,

 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ মে ২০২৫  ,  ১৯:৪৫

 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ রোববার ১১ মে সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায় , গোলাম মোর্তুজা ওইদিন রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণ পূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।

 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Hello world!

13 January 2025, 16463 বার পড়া হয়েছে,