Hello world!
13 January 2025,
16570 বার পড়া হয়েছে,
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশী বিলে টর্নেডো হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে এ ঘটনা ঘটে।
এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ২ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে আমরা ভয় পেয়ে যাই। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।