শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2025, 18 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ঘটনায় ১২ দিনেও অভিযুক্তক তামিমকে গ্রেফতার না করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার প্রবেশগেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ‘বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনতা’র আয়োজনে বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধরা ধর্ষণের মতো পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীর ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গেলো ১৪ এপ্রিল দুপুরে ধর্ষণের শিকার হয় সাড়ে ছয় বছরের ওই শিশুটি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি হলে শিশুটি জানায় তাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে শিশুটিকে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে তামিম ওই শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাটির তদন্ত চলমান। সে সাথে অভিযুক্ত যুবককে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Hello world!

13 January 2025, 10838 বার পড়া হয়েছে,