নবীবগরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়া, 19 January 2025, 10840 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুকুরে এই ঘটনা ঘটে।
গোলাম মহিউদ্দিন নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রাতে মহিউদ্দিন গণিশাহ মাজারে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। তারপর সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুকুরে গোলাম মহিউদ্দিনের লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মহিউদ্দিনের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় এক পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Hello world!

13 January 2025, 10971 বার পড়া হয়েছে,