নদীর রক্ষায় কার্যকর সংস্কারের আহবান তরী বাংলাদেশের

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2025, 23 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ‘নদী রক্ষায় একসাথে, নদী বাঁচাও দেশ বাঁচাও।’ স্লোগানকে সামনে রেখে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ ঢাকার হাজারীবাগে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি উন্মুক্ত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করেছে।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী সংস্কার এবং খাল, বিল, পুকুর, জলাশয়সহ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ।

তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ বলেন, নদীকে আমরা যে যার মত করে ব্যবহার করছি। কেউ দূষণ করছি, কেউ দখল করছি। কিন্তু নদী সুরক্ষায় আমরা কেউ কাজের কাজ করছি না, কার্যকর উদ্যোগ নিচ্ছি না। ঢাকার চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য নদী। এসব নদী সংরক্ষণ করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে পারলে জলপথে যোগাযোগ এবং পণ্য পরিবহনের কাজ অনেক সহজ ও সাশ্রয়ী হতো। ঢাকার ভেতরের যানবাহনের চাপ অনেকটাই কমে আসত।’ তিনি এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নদী ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান।

শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যায় ‘আমার বুড়িগঙ্গা’ নামের একটি রেস্টুরেন্টে তরী বাংলাদেশের এ আয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নদী ও পরিবেশ কর্মীগণ অংশগ্রহণ করেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আলোচনা সভায় লেখক ও সম্পাদক গাজী তানভীর আহমদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ‘দুর্বার’ সভাপতি এ সালাম সময়, শুভেচ্ছা বক্তব্য দেন তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি এবং সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক জি এম রুস্তম খান।

এছাড়াও নদী ও প্রকৃতি সুরক্ষায় সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠনসহ ব্যক্তিগত প্রচেষ্টা, উদ্যোগ ও করণীয় বিষয়ে আলোচনা করেন নদী ও পরিবেশ কর্মী আলাউদ্দিন আহমেদ, আনন্দ বিনোদনের সম্পাদক এস এ এম সুমন, ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক কিশোর ডি. কস্তা, ডেইলি সকালের কাগজের সম্পাদক আব্দুল হালিম নিশান, তরী বাংলাদেশ আহবায়ক কমিটির সদস্য সুশান্ত পাল, সাভার শাখার সদস্য মোঃ হান্নান, মোহাম্মদ আহসান কবির, ঢাকা উত্তর সিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ মিসবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রামের সদস্য মোহাম্মদ হোসাইন প্রমুখ।

Hello world!

13 January 2025, 10826 বার পড়া হয়েছে,