নিজস্ব প্রতিবেদক : কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি সনদ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নান্দনিক উপস্থাপক আবদুল মতিন শিপন এর সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম, আর টেক্সটাইল এর কর্ণধার দিদারুল আলম দেওয়ান মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-খলিল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. খলিল বশির মানিক, অধ্যক্ষ সালমা বারী সূর্যমুখী কিন্ডারগার্টেন ও গার্লস হাই স্কুল, মো. মনির হোসেন প্রধান শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া ইম্পেরিয়াল স্কুল, মো. মোস্তাক মুন্সি প্রধান শিক্ষক কল্যাণপুর সরকারি উচ্চ বিদ্যালয়, কোহিনূর আক্তার প্রিয়া প্রধান শিক্ষক ক্ষুদে পণ্ডিতদের পাঠাশালা, মো. আবু আসাদ প্রধান শিক্ষক আসাদ আইডিয়াল একাডেমী।
সার্বিক পরিচালনায় ছিলেন, ফারহানা ববি, সভাপতি কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ, মো. ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ, পারভিন বেগম সহ-সভাপতি কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ।