শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও মিডিয়া উইংসের তথ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কসবা থানার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকার ফজলু মিয়ার বসত বাড়ীর দক্ষিণ পাশে বাউন্ডারী ওয়াল সংলগ্ন কাচা রাস্তার উপর ২২ এপ্রিল (মঙ্গলবার) রাত ১২ঃ৩০ মিনিটের দিকে অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ গিয়াস উদ্দিন (৩২) পিতা- মনু মিয়া, গ্রাম- দীঘির পাড় ইউপি-কায়েমপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া পাতলা প্লাস্টিকের বস্তায় মোড়ানো উদ্ধারকৃত বিপুল পরিমান মাদক (গাঁজা) ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে উদ্ধারকৃত গাঁজা সমূলে জব্দ করে।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উদ্ধারকৃত মাদক জব্দ করে নিয়মিত আইনে মাদক কারবারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।