নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করেছে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ।
পেশেন্ট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ এবং পাওয়ার অব ইউনিটির আহ্বায়ক শেখ আশিকুর রহমান পিয়াসের সহযোগিতায়
শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে শহরের মধ্যপাড়া শান্তিবাগের পোয়াপুকুর পাড়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়৷ উপহার সামগ্রীতে ছিল ২ প্যাকেট সেমাই ও এক প্যাকেট নুডলস, চিনি ও দুধ।
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, শান্তিবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, সংগঠনের সহসভাপতি ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সোহেল, পাওয়ার অব ইউনিটির সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক
মোঃজুনায়েদ হোসেন সোহাগ, সংগঠনের সদস্য মোঃ রনি প্রমূখ।
পেশেন্ট কেয়ার হাসপাতাল ও নোমান স্মৃতি পরিষদ- শান্তিবাগ প্রতিবছর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকেন।