পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2025, 13 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় আনুমানিক ৫.০০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ১ জন, ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ৬.০০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ১ জনকে এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রেলষ্টেশন ৮.০৫ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক তিনটি অভিযানে সর্বমোট ১১০ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ দ্বীন ইসলাম (৩০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, চান্দুরা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ মিয়াব আলী (৫২), পিতা- মৃত আব্দুল মজিদ,গন্ধরপুর, মাধবপুর, হবিগঞ্জ, মোঃ মাহতাব মনির (৪১), পিতা- মৃত মোঃ আলম, মোহাম্মদপুুর জেনেভা ক্যাম্প, ব্লক- বি, বাসা নং ১২৭, মোহাম্মদপুর, ডিএমপি ঢাকা এবং মোঃ ইমাম হোসেন (৩৫), পিতা- মৃত জয়নাল হাওলাদার, রাজাপুর, উজিরপুর, বরিশাল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Hello world!

13 January 2025, 11129 বার পড়া হয়েছে,