কসবায় পুলিশের অভিযানে ৯৮ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2025, 28 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৯৮ ( আটানব্বই ) কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ ও মিডিয়া উইংসের তথ্য মতে, কসবা থানার পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৪ মার্চ )ভোর ০৬:০০ টার দিকে কসবা থানার কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া পানিয়ারূপ টু কাঠেরপুল গামী পাকা রাস্তার উপর বাদরখাল ব্রীজের পূর্বপাশে শিরু মিয়ার খালি ভিটার উপর ঝোপের মধ্য থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করে ও জব্দ করে।পরবর্তীতে আইনআনুগ ব্যাবস্থার অংশ হিসেবে উক্ত মাদকের সাথে জড়িত মাদক কারবারী মোঃ জসিম উদ্দিন (৪৫), রমজান প্রকাশ মেছতা রমজান (৩৫), রমজান (৩৬), ও সজল (২৭) কে আসামী করে তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ আব্দুল কাদের জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।এর সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Hello world!

13 January 2025, 11375 বার পড়া হয়েছে,