ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মসজিদ রোডে অবস্থিত এম এ মালেক কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ হাবিবুল্লার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ. এম. এম জামানের পরিচালনায় মাহফিলে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির সহ-সভাপতি ও ইফতার উপ-কমিটির আহবায়ক এডভোকেট আলহাজ্ব এ.কে.এম শাহাদাৎ হোসেন ও ইফতার উপ-কমিটির সদস্য সচিব মোঃ খায়রুল নোমান।
মাহফিলে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতি আমাদের প্রাণের সংগঠন। আমরা যে যেই অবস্থানেই থাকি না কেন আমাদেরকে শিকড়ে ফিরতে হয়। আমরা এ সংগঠনের আহবানে এসেছি আসলে আমাদের নাড়ির টানে সাড়া দিতে। আজকে আমরা এসেছি, আমাদের বাচ্চারা এসেছে। আমাদের মুরুব্বী যারা আছেন, যারা ভালো জায়গায় আছেন তাদেরকে ফলো করে আমাদের বাচ্চারা যারা আছেন তারা শিখতে পারবেন যে আমাদের আংকেলরা এরকম করেছে, আমরাও আরও বহুদুর যেতে পারি। তাই এই ধরণের উদ্যোগগুলো দরকার আছে। সত্যিকার অর্থে নিজের মানুষকে, নিজের এলাকাকে, নিজের সমাজকে যে ভালবাসে না বাসে সে আসলে নিজেকে ভালোবাসে না। আমি আশা করবো আপনাদের এই মহতী উদ্যোগ আরও অনেক দূর এগিয়ে যাক, আমাদের পারস্পারিক যে সম্পর্ক সেটা আরও অনেক দূর পর্যন্ত বৃদ্ধি পাক। নতুন বাংলাদেশকে আমি আবারও স্বাগত জানাই এই জন্য যে, কোটার যে বিষক্রিয়া সেটার সবচেয়ে বেশি কুফল ভোগ করেছে আমাদের কুমিল্লাবাসী ও কুমিল্লার মানুষজন। এই কোটাবিহীন মেধাভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুফলটাও ইনশাল্লাহ আমাদের কুমিল্লাই পাবে।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আলী আশরাফ, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, রাশেদ কবির আখন্দ, ক্রীড়া সম্পাদক ফাহাদ হোসেন, জামাল উদ্দিন মাস্টার, আল আমিন মাস্টার, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, প্রিন্সিপাল মোঃ আকরাম, ফারুক মজুমদার, আকরাম প্রিন্সিপাল, কামরুল, জামাল উদ্দিন, আনিছুর রহমান। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। দোয়ায় দেশ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়।