আখাউড়ায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2025, 31 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৪ ঘন্টায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ ই মার্চ) পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়, পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  সিআর-৫৬১/২৪(আখাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী জিল্লুর রহমান, ও সিআর-১২৬/২৪ (আখাউড়া) এর আসামী মোঃ বিল্লাল মিয়া গ্রেফতার করে।

আটককৃত জিল্লুর রহমান জেলার আখাউড়া থানার মোগড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং মোঃ বিল্লাল মিয়া ঐ একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আটককৃত দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের মধ্য দিয়ে তাদেরকে অদ্যই আদালতে সোপর্দ  করা হয়েছে। তিনি আরও বলেন,অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Hello world!

13 January 2025, 10930 বার পড়া হয়েছে,