সাংবাদিক রিয়াজ উদ্দিন জামির মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 6 March 2025, 17 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত রিয়াজ উদ্দিন জামির ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পি আই বির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, বাংলা ভিশনের সিনির বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আ ফ ম কাউসার এমরান , নজরুল ইসলাম শাহাজাদাসহ বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা। এসময় বক্তারা প্রয়াত রিয়াজ উদ্দিন জামির জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফেরার কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়েদ আহমেদ।
উল্লেক্ষ, গত ২০২৩ সালের ৬ই মার্চ রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রয়াত রিয়াজউদ্দিন জামি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব  সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

Hello world!

13 January 2025, 11107 বার পড়া হয়েছে,