ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2025, 39 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে নাটাই উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শমসের আলী (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তারকৃত শমসের আলী নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দক্ষিন পাড়ার আবু তাহেরের ছেলে৷

এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনের সহিংসতা ও বিস্ফোরক মামলায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজঘর থেকে শমসের আলীকে গ্রেপ্তার করি। আগামীকাল তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Hello world!

13 January 2025, 11372 বার পড়া হয়েছে,