“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”

ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2025, 75 বার পড়া হয়েছে,

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে
“মৎস‌্য খা‌তে টেকসই উন্নয়‌নে তরুণদের ভাবনা বিষয়ক মত‌বি‌নিময়”

ব্যতিক্রমী এ আয়োজনে সভাপতিত্ব করেন উদীয়মান তরুণ শেখ আরিফ বিল্লাহ আজিজি।
নুসরাত জাহান বুশরার সঞ্চালনা ও হামিদুল হকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শামীম আহমেদ ও খালেদা মুন্নী।

উদীয়মান তরুণের মধ্য থেকে বক্তব্য রাখেন জয়ন্তী বিশ্বাস, মো. আবু সুফিয়ান, ওমর ফারুক, সুশান্ত পাল, খায়রুজ্জামান ইমরান, শফিউল আলম সুমন, আশিকুল আলম, মো. জুবাইদুর রহমান মেহেদী, মো. সাবের, মো. রুবেল মিয়া, মো. কামাল।

এসময় বক্তারা কারেন্ট জাল, চায়না দুয়ারি (রিং জাল), বৈদ্যুতিক শক দিয়ে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান। পাশাপাশি দেশীয় মাছের উৎস দেশের নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় দখল-দূষণ ও ভরাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সোহেল রানা ভূঁইয়া, আব্দুল হেকিম, বাচ্চু মিয়া, বাছির মিয়া, কামাল মিয়া, ফয়সাল মাহমুদ, হাকিম মিয়া, পাপ্পু দাস প্রমুখ।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫খ্রি.
উপজেলা মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়া সদর

আয়োজনে :
মৎস্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর।

Hello world!

13 January 2025, 66987 বার পড়া হয়েছে,