*২,০০০ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ*

রাজধানী ঢাকা, 27 July 2025, 107 বার পড়া হয়েছে,

 

ঢাকা, ২৭ জুলাই ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ বাধন (২৪), ২। আলমগীর প্রঃ পরী (৩৫) ও ৩। আব্দুল মান্নান (৪৫)।

শনিবার (২৬ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:২০ ঘটিকায় দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বাধন, আলমগীর ও মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Hello world!

13 January 2025, 66980 বার পড়া হয়েছে,