ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ গ্রেফতার ০৪ জন

রাজধানী ঢাকা, 10 July 2025, 83 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ১০ জুলাই ২০২৫  : ২৩:৪৮

 

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএময়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল, দক্ষিন কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকা হতে আসামী ১। মোঃ নাহিদ কাজী (২৯), পিতা-রশিদ কাজী, সাং-শাক্তা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা ১.৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। একই তারিখ ১৮.২০ ঘটিকার সময় পৃথক অপর একটি অভিযানে নবাবগঞ্জ থানাধীন বক্সনগর এলাকা হতে আসামী ২। মোঃ আল আমিন বেপারী (২৯), পিতা-মৃত সালাউদ্দিন বেপারী, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাকে ১৬০ পুড়িয়া হেরোইন ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ২১.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চৌধুরীপাড়া এলাকা হতে আসামী ৩। মানিক মজুমদার (৪০), পিতা- মৃত সত্যরঞ্জন মজুমদার, সাং-খেজুরবাগ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর আরও একটি অভিযানে রাত ০০.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্দনজরগঞ্জ এলাকা হতে আসামী ৪। মোছাঃ লাকী বেগম (৩৮), স্বামী-মোঃ রনি, পিতা-মৃত মোবারক সরদার, সাং-চরকালেকা, থানা-মুলাদি, জেলা-বরিশাল, বর্তমান সাং-মান্দাইল, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

বর্নিত আসামীদের বিরুদ্ধে যথাক্রমে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১৯, তাং-১০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১৯(ক), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মামলা নং-১০, তাং-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৩৬(১) সারণির ৮(খ), দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-২০, তাং-১০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) ও কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-২০, তাং-১০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১৯(ক)) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ধৃত আসামী আল আমিন বেপারীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ০২টি মাদক মামলা এবং আসামী মানিক মজুমদারের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ০৯টি মাদক মামলা রয়েছে।

Hello world!

13 January 2025, 66988 বার পড়া হয়েছে,