৫০০ পরিবার পেল মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ উপহার

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2025, 40 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ঈদ আনন্দ হোক সবার’ এ লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা শ্রেণি-পেশার ৫০০ দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, দুধ, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরনের খাদ্য সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, প্রেসক্লাবের পাঠাগার ও ক্রিড়া সম্পাদক মজিবুর রহমান খাঁন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।

এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

প্রসঙ্গত, আমেরিকা প্রবাাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় গড়ে উঠা এই সংগঠনটি ১২ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Hello world!

13 January 2025, 10818 বার পড়া হয়েছে,