** ৪ দিনের সরকারি ছুটি, স্কুল-কলেজ বন্ধ ১২ দিন **

সারাদেশ, 13 September 2025, 40 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত :১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২২:৫৮

শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি একত্রে মিলে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি ভোগ করবেন তারা।

তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়ায় কর্মচারীদের জন্য মোট চার দিন বন্ধ থাকছে।

প্রসঙ্গত, সাধারণত দুর্গাপূজায় একদিন এবং ঈদে তিনদিন ছুটি দেওয়া হয়। তবে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজায় দুই দিন ও দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের অক্টোবরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তালিকা প্রকাশ করে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে দেশের সব স্কুল-কলেজে ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি উপভোগ করবে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি এবং ৬ অক্টোবরের লক্ষ্মীপূজার ঐচ্ছ্বিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীদের জন্য ছুটির আনন্দ আরও দীর্ঘ হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১২ দিন বন্ধ থাকবে। এতে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছুটির দিন নির্ধারণ করবে নিজস্ব সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী।

Hello world!

13 January 2025, 66515 বার পড়া হয়েছে,