*১৮ মামলার আসামি রেজাউল ইসলাম হৃদয়সহ ২১ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ*

রাজধানী ঢাকা, 19 July 2025, 74 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫ , ২০:০৯

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ডাকাতিসহ ১৮ মামলার আসামি রেজাউল ইসলাম হৃদয় (২৯) সহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলো-১। রেজাউল ইসলাম হৃদয় (২৯) ২। মোঃ সানজু (২৪) ৩। নুর ইসলাম সজিব (২৯) ৪। মোঃ সুজন (২১) ৫। মোঃ রিপন (২৮) ৬। মোঃ ফরহাদ (২১) ৭। সিয়াম খান (২৩) ৮। পল্লব রায় (২৮) ৯। আশরাফুল আলম পিয়াল (২৪) ১০। মোঃ আসলাম (২৯) ১১। মোঃ আল আমিন (২৯) ১২। মোঃ আসাদুজ্জামান সিয়াম (২১) ১৩। মোঃ রাজু (১৯) ১৪। মোঃ রাব্বি (১৮) ১৫। নয়ন (১৮) ১৬। মোঃ মানিক (২৪) ১৭। আবু বক্কর সিদ্দিক (২৩) ১৮। জিহাদ (১৮) ১৯। আলী হোসেন (১৮) ২০। শান্ত ইসলাম (২৬) ও ২১। মোঃ নুরুল ইসলাম রতন।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই ২০২৫ খ্রি.) তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিসহ নিয়মিত অন্যান্য মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Hello world!

13 January 2025, 66594 বার পড়া হয়েছে,