ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ১৭০ বস্তা ভারতীয় জিরা,১৫ বস্তা চাল, ১৫ বস্তা ধনিয়া, ১টি মিনি কাভার ভ্যানসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি ১২:২০ ঘটিকার সময় এস আই (নি:) মনিষ সরকার, এস আই (নি:) নজরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ১৭০ বস্তা ভারতীয় জিরা,১৫ বস্তা চাল,১৫ বস্তা ধনিয়া, ১টি মিনি কাভার ভ্যানসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন – মোঃ বাবু মিয়া (৩১), জয়পুর জেলার ক্ষেতলাল উপজেলার ইউপি বড়তারা ৩ নং ওয়ার্ড হোপহাট গ্রামের (হোপহাট প্রাইমারি স্কুলের পাশে) মোঃ বাচ্চু মিয়ার ছেলে, মোঃ তারাজুল ইসলাম (৪৫), বগুড়া জেলা সদর ঠনঠনিয়া গ্রামের পশ্চিম পাড়া, গোয়াল পাড়া ১২ নং ওয়ার্ড এর মৃত হোসেন আলীর ছেলে। বর্তমান ঠিকানা বগুড়া জেলার কাহালু উপজেলার ইউপি মালঞ্চা, এরুইল গ্রাম (এরুইল বাজার দুর্গাপুর রোড়)।
জব্দকৃত মালামালসহ আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়।