এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর হরিপুর পূর্ব পাড়া আবুলাল হত্যা মামলা না তুলে নেওয়ায় মামলার বাদী আবু ছায়েদ (৫৩) ও তার স্ত্রী আনচোনা কে (৪৫ কে ) কুপিয়ে আহত করেছে মামলার আসামিরা। বৃহস্পতিবার (২০ শে ফেব্রয়ারী) সোমবার রাতে নাসির নগর উপজেলা হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ নাইনে কল করার পরেও কোন সহযোগিতা পায়নি আবু সায়েদ সহ ভুক্তভোগী ৩ টি পরিবার ।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, বিগত কয়েক মাস আগে আবুলাল কে কুপিয়ে হত্যা করে স্থানীয় সাবেক চেয়ারম্যান জামাল মিয়া , ফরিদ মিয়া, আলী আকবর, লিটন মিয়া দুলাল হেলাল মিয়া, সৈয়দ জামাল, আলেখ খাঁ,ইমাম,হোসেন, কেনু মিয়া, মাহফুজ মিয়া, তাউস মিয়া, নজরুল মিয়া,রুহুল আমিন, কামাল মিয়া, জুর মিয়া, আজিজুল মিয়া, হাবিবুর রহমান, আউশ মিয়া, মনির মিয়া,দূর্বাজ মিয়া, , আমিরুল সহ বেশ কয়েকজন। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন নিহত ভাই আবু ছায়েদ । এর জের ধরে আসামিরা বাদীকে মামলা তুলে নিতে চাপ দেয়। মামলার বাদী আবু সায়েদ মামলা তুলে নিতে অস্বীকার করলে সাবেক চেয়ারম্যান জামাল মিয়া দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদী আবু ছায়েদ সহ তার স্ত্রীকে কুপিয়ে আহত করেন ৪ টি বসতঘর বাঙচুর সহ ৬ টি গরু ২ টি ছাগল স্বর্ন অলংকার মুল্যবান আসবাবপত্র সহ বাড়িঘর লোটপাট করেন, এতে প্রায়২৫ থেকে ৩০ লক্ষ টাকার মালামাল লোট করেন এবং প্রাণনাশের হুমকিও দেন।
নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, হরিপুর বিটের দায়িত্ব প্রাপ্ত দুইজন পুলিশ অফিসার পাঠিয়েছি গঠনা তদন্ত করতে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।