সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ধর্ম, 30 April 2025, 54 বার পড়া হয়েছে,

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে।বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ঈদুল আজহা ৬ জুন হতে পারে। এর একদিন আগে ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পড়বে ৬ জুন, যেদিন ঈদুল আজহা উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে ক্যাবিনেট ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে— ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন)—সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে এই ঈদ উদযাপিত হয়।

এদিন হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও কোরবানির আত্মত্যাগের বিষয়টি মুসলমানরা স্বরণ করেন। এছাড়া এই দিনে আল্লাহর নামে পশু কোরবানি দেন এবং গরিব-দুঃখীর মাঝে মাংস বিতরণ করেন। এটি মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের অনন্য শিক্ষা দেয়।

Hello world!

13 January 2025, 16339 বার পড়া হয়েছে,