শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার প্রগতিশীল সামাজিক সংগঠন “সুহৃদের” উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০ জন প্রতিবন্ধীসহ অসচ্ছল ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ শে মার্চ ) বেলা ২:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম বিদ্যাপিঠ অন্নদা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দরিদ্রদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা প্রত্যেকের ঈদ সামগ্রীর মধ্যে ছিলো,৫ কেজী সাদা চাল,১ কেজী পোলাও চাল,১ কেজী সয়াবিন তৈল,১ কেজী পেয়াজ, ১ কেজী মশুর ডাল,১ কেজী চিনি,১ টা কন্ডেন্স মিল্ক ও ১ প্যাকেট সেমাই। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনিসুল হক রিপনের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল ও উত্ত সংগঠনের সভাপতি প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ডঃ সৈয়দ সামসুদ্দিন আহমেদ, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় প্রধান এ এফ এম ইঞ্জিনিয়ার আনিসুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল ডঃ মোঃ শাহ আলম,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মোঃ মুঞ্জুরুল আলম,আখাউড়া সমিতির সভাপতি ও ঈদ সামগ্রী বিতরণের সদস্য সচীব কবি এডঃ মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র – সহসভাপতি সৈয়দ মোঃ আসলাম,সহ-সভাপতি মোঃ তারিক আলী,সহ-সভাপতি এ টি এম আল-আমিন,অতিঃ সাধারন সম্পাদক এডঃ এম এ শাহেদ,সুহৃদের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,সংগঠনটির অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য এডঃ কাজী মোঃ আনোয়ার হোসেন,সুহৃদ সদস্য মোঃ আবুল খায়ের, সাফির উদ্দিন চৌধুরী রনি,এস এম এমরান হোসাইন,মোঃ আরফান উদ্দিন,লিটন চন্দ্র পাল,মোঃ আব্দুল মতিন,মোঃ ওয়াকার,মোঃ আলাল হোসেনসহ প্রমুখ। উপস্হিত অতিথিবৃন্দরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে সুহৃদের এই ঈদ সামগ্রী বিতরণের ভূয়সী প্রশংসা করেন। তারা প্রত্যেকটি সামাজিক সংগঠনকে “সুহৃদের” মতো এইভাবে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।