জেলা প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত : ১০ মে ২০২৫ , ১৯;৩৫
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব পাইকপাড়ায় জমি দখল নিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগকারী ইশাত ইসলাম এশা অভিযোগ করেছেন, তার দাদা রহিছ মিয়া মৃত্যুর পূর্বে ১ স্ত্রী, ৩ কন্যা ও ৪ পুত্রসহ মোট ৮ জন ওয়ারিশ রেখে গেছেন এবং তিনি প্রায় ১১ একর জমির মালিক ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় ২৫ বছর ধরে তার পিতা সহিদুল ইসলাম ৩.৮১ শতক জমিতে বসবাস করে আসছেন। অপর ৭ জন ওয়ারিশরাও সম্পত্তির ওপর বসবাস করছেন। এখন রহিছ মিয়ার নাতি মোঃ জাকির হোসেন ও তার সহযোগী আলী হোসেন, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে একটি বিতর্কিত পাওয়ার অব অ্যাটর্নি দলিল দেখিয়ে জমি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, এই দখল প্রচেষ্টায় রাজনৈতিক পরিচয়ধারী এবং সন্ত্রাসী বাহিনী যুক্ত রয়েছে। অতীতে পুলিশের হস্তক্ষেপে এই দখল প্রচেষ্টা ব্যর্থ হলেও বর্তমানে আবারও দখলের চেষ্টা শুরু হয়েছে। অভিযোগকারী জানান, তাদের পরিবার প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মুখে রয়েছে।
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে দেরি হওয়ার কারণ হিসেবে তারা বিবাদীদের ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করেছেন। এছাড়া ঘটনাসমূহের অডিও-ভিডিও প্রমাণ সংরক্ষিত আছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে এখনো পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, এই বিষয়ে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে বিবাদী জাকির হোসেনের কাছে প্রশ্ন জোরপূর্বক জায়গা দলের চেষ্টা করছেন কিনা উত্তরে বলেন এসব অভিযোগ সম্পন্ন মিথ্যা। এই জায়গাতে আপনি কিভাবে যাচ্ছেন। উত্তরে বলেন ওই জায়গা থেকে আমি ৩০ বছর যাবত দোকান ভাড়া নিয়ে আসতেছি। প্রশ্ন করলে আপনি কিভাবে দোকান ভাড়া আনতেছেন।
উত্তরে তিনি বলেন বাদীনি ব্যতীত আরো ওয়ারিশগণ আছে তাদের কাছ থেকে দলিল মূলে মালিক হয়ে ভাড়া আনতেছি। প্রশ্ন কতদিন আগে পেয়েছেন আপনি দলিল মূলে মালিক, উত্তরে জাকির হোসেন বলেন ৫ বছর পূর্বে দলিল মূলে মালিক হয়েছি। জাকির হোসেন কে প্রশ্ন করা হলে ৩০ বছর যাবৎ কিভাবে ভাড়া নিচ্ছেন ৫ বছর আগে যদি জায়গা কিনে থাকেন। তখন জাকির হোসেন আর উত্তর দিতে পারেননি।