সামাজিক সংগঠন ‘সুহৃদ ব্রাহ্মণবাড়িয়া’ শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2025, 37 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত সামাজিক সংগঠন ‘সুহৃদ ব্রাহ্মণবাড়িয়া’ শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে  শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ। তিনি বলেন, সমাজের শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি সংগঠনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে কিছু মানুষের দুঃখ-কষ্ট দূর করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.আনিছুর রহমান,শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা সক্রিয়ভাবে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।
শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের পক্ষে শীতের পোশাক কেনা সম্ভব হয়নি, এ সহায়তা তাদের কষ্ট লাঘবে অনেকটা সহায়ক হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শীত মৌসুমে আরও বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করেছে। পাশাপাশি অন্যান্য সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। সুহৃদ ব্রাহ্মণবাড়িয়ার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি সংগঠনের মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Hello world!

13 January 2025, 10799 বার পড়া হয়েছে,