শিশুর পেটে আরেক শিশু!

সারাদেশ, 22 May 2025, 57 বার পড়া হয়েছে,

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে ২০২৫ ,  ২৩:৫৮

 

টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবেশী চাচা ফরহাদের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১৩ বছর বয়সী ভাতিজি। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে নিয়ে বেকায়দায় পড়েছে পরিবার। এ ঘটনায় নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফরহাদ (৫৫) উপজেলার ভারড়া ইউনিয়নের পচাসারটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, গেল বছরের ১৪ নভেম্বর খালি বাড়িতে তাকে একা পেয়ে মুখ, হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে চাচা ফরহাদ। সে চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর বোন ও বাবা-মা জানায়, আমরা অতি দরিদ্র। পেটের দায়ে মানুষের কাজ করে খাই। ওর শারীরিক পরিবর্তন দেখে ডাক্তার দেখিয়ে, জানতে পারি মেয়ে ৭ মাসের গর্ভবতী। মেয়েকে চাপ দিয়ে জিজ্ঞেস করা বলে, প্রতিবেশী ফরহাদ চাচা আমার সাথে খারাপ কাজ করেছিল। আমরা নাবালক মেয়েকে ধর্ষণের সুষ্ঠু বিচার চাই।

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত পূর্বক থানায় মামলা দায়ের করে আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর থানায় আসতে দেরি হওয়ার বিষয়টিও আমরা খতিয়ে দেখব। কোনো মহল বা কেউ তাদের আইনগত অধিকার খর্ব করতে চেষ্টা করেছিল কি না, এটাও খতিয়ে দেখা হবে।

Hello world!

13 January 2025, 18730 বার পড়া হয়েছে,