লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া’র  ফ্রি ডায়াবেটিকস ক্যাম্প 

ব্রাহ্মণবাড়িয়া, 11 April 2025, 23 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ফ্রি ডায়াবেটিকস ক্যাম্প হয়েছে। গতকাল শুক্রবার শহরের মধ্যপাড়ায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গনে এই  ক্যাম্পে ১৩১ জন রোগী চেকআপ করেন। তাদের মধ্যে ৬২ জন নতুন রোগী সনাক্ত হয়।
ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রফেসর ডাক্তার রুহুল আমিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সাবেক লিও লীডার ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আল আমিন শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহবায়ক  আশরাফুল হক ফারুক।
ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব ট্রেজারার লায়ন শরিফুল হক, লিও এডভাইজর লায়ন আর্কিটেক্ট মো রুবেল মিয়া,লায়ন মো মজিবুর রহমান  ও ক্লাব অরগানাইজর লায়ন এটিএম ফয়েজুল কবির এমজেএফ, ব্রাদার্স ইউনয়ন ক্লাব কর্মকর্তা তাপস পাল ও আবুল খায়ের।
এছাড়া ক্যাম্পে সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন  লিও সেক্রেটারি নওসিন কবির ঐশী, জয়েন্ট সেক্রেটারি লিও এমরান,লিও সদস্য আরশী, আরিয়ান ও সহ-সভাপতি লিও আফরোজা বিনতে রহমান।

Hello world!

13 January 2025, 11269 বার পড়া হয়েছে,