রাজধানীতে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

অপরাধ, 11 May 2025, 26 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ১১ মে ২০২৫ ,  ১৭:২৫

 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হোসেন (৪৪)।

ডিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টা ও পরবর্তী সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি আরও জানায়, তারা বেশ কিছুদিন ধরে আন্তজেলা ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বনশ্রীর শুটিংসহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার ও অস্ত্র উদ্ধার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও স্বর্ণালঙ্কার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির রহস্য উদ্‌ঘাটন ও মালামাল উদ্ধার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডিবি ৮৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তদন্তে ডিবি জানতে পারে, সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে সক্রিয় বেশ কয়েকটি ডাকাত চক্র রয়েছে। এসব চক্র ডাকাতির আগে রেকি করে এবং অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে। এই তথ্যের ভিত্তিতে ডিবি সারা দেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের গতিবিধির ওপর নজরদারি বাড়ায়।

তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন ও বরিশালের পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় অভিযান চালায় এবং একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদারকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে মাসুদ রানা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে এবং আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ডাকাত দলের সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি করার পরিকল্পনা করছিল। অন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য ডিবি দল আটক মাসুদ চৌকিদারসহ দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে সকাল আনুমানিক ১০টার দিকে একটি প্রাইভেট কার ও একটি হাইয়েস মাইক্রোবাসে ডাকাত দলের সদস্যরা সেখানে আসে। ডিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাকিল, মামুন, মো. রাব্বি ও মো. আসাদ মিয়াকে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Hello world!

13 January 2025, 16258 বার পড়া হয়েছে,