মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৬ পুলিশ বরখাস্ত

রাজধানী ঢাকা, 30 September 2025, 34 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের অস্ত্রাগার থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনার পরপরই বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া দায় এড়াতে না পারায় এক উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচ কনস্টেবলসহ মোট ছয় পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপির সূত্র জানায়, মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গাফিলতির সুযোগেই এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মন্দির এলাকায় সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকার পরও এ ধরনের ঘটনা ঘটায় তারা বিস্মিত। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

Hello world!

13 January 2025, 66597 বার পড়া হয়েছে,