ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া, 2 March 2025, 27 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন।
সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় দুই শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Hello world!

13 January 2025, 11089 বার পড়া হয়েছে,