ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 5 May 2025, 48 বার পড়া হয়েছে,

জেলা প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৬ মে ২০২৫ , ৪:১০

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫মে) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো : বিল্লাল মিয়া (৪৭) জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : মোজাফফর হোসেন জানান , সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে মো : বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলায় এজহারনামীয় আসামি। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Hello world!

13 January 2025, 16621 বার পড়া হয়েছে,