ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মুবারক

ব্রাহ্মণবাড়িয়া, 25 February 2025, 27 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতের ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মুবারক হোসাইন আকন্দ। জেলা জামায়াতের রোকন সম্মেলনে ৬১৫ রোকনের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের টিএ রোডের স্বপ্নিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদ্য সাবেক আমির গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর আমির কাজী দীন মুহাম্মদ। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচন শেষে প্রধান অতিথি নবনির্বাচিত জেলা আমির হিসেবে মোবারকের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, জেলা মজলিশে সূরা নির্বাচনের পর, জেলা সেক্রেটারিসহ অন্য বিভাগীয় দায়িত্ব বন্টন করবেন। এর আগে মুবারক জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Hello world!

13 January 2025, 10794 বার পড়া হয়েছে,