ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2025, 26 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ মোঃ রানা (২৮) নামে এক মাদক কারবারিক গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সরাইল সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা উপজেলার সদর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসানের নির্দেশে এসআই মোহাম্মদ কবির হোসেন সঙ্গীয় ফোর্স’সহ অভিযান চালিয়ে সরাইল সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে রানা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Hello world!

13 January 2025, 10803 বার পড়া হয়েছে,