ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2025, 41 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. তানজিম মিয়া (৭) নামে এক শিশুর  মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে  বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জনায়,গত শুক্রবার সকাল থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশ ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। পরে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দুপুরে গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Hello world!

13 January 2025, 11097 বার পড়া হয়েছে,