ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আসর থেকে পালালেন বর, অতঃপর…

ব্রাহ্মণবাড়িয়া, 1 September 2025, 78 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দক্ষিণখার গ্রামের বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামের ইকরাম হোসেন নামের এক যুবকের বিয়ের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সব ধরনের আয়োজন করা হয়।

তবে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন বর ও কাজি। তবে রক্ষা পায়নি বর ও কনের পরিবার। উভয়পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম অভিযান পরিচালনা করে স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত পরিবার যেন বিয়ে দিতে না পারে, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) নির্দেশ দেন।

Hello world!

13 January 2025, 66162 বার পড়া হয়েছে,