সোমবার (২১ এপ্রিল) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সোনাতোলা মধ্যপাড়া গ্রামের আ. গফুরের ছেলে জোহর আলী মিয়ার মৃতদেহ জমিতে দেখতে পেয়ে গ্রামবাসীকে জানান। খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে জোহর আলীর মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে সংবাদ পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্য ঘটনাস্থলে আসেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো. মিজান (৩৫) মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় চিকন রশি পেঁচানো ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
গ্রামবাসী জানায়, একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্ঠীর সঙ্গে তাদের বিবাদ চলছিল। তখনো একটি খুন হয়েছিল এবং সে ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, এ গ্রামে আগেও একটি হত্যাকাণ্ড ঘটেছে। জোহর আলীর মৃত্যুর কারণ জানা না গেলেও, তার পরিবারের লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করছেন।