ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ডেভিল হান্ট পৃথক অভিযানে ২ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2025, 41 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে মো. নুরুল আলম নামে এক আওয়ামী লীগ নেতা ও মো. মাসুদ মিয়া নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Hello world!

13 January 2025, 11285 বার পড়া হয়েছে,